ডিজিটাল কেনাকাটা – ১
আম্মুর পিছনে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত। যা রোদ, তারমধ্যে আম্মু এসেছে নিউ মার্কেটে। সেই কখন থেকে আম্মুর পিছন পিছন ঘুরছি, কিন্তু আম্মু কিছুই কিনছে না। এই দোকান সেই দোকান ঘুরে বেড়াচ্ছে আর দরদাম করছে। পছন্দ হলে দোকানদার দাম বেশি চাচ্ছে, আবার অন্য দোকানে গিয়ে কিছুই পছন্দ হচ্ছে না । প্রায় একঘন্টা ঘুরে আম্মু মাত্র একটা…