মামার সাথে আবার দেখা হবে ঠিক ৭ টার সময় মামার ঘরে। আমি আর আপু এক সাথে মামার ঘরে হাজির হলাম, আপু একটু চিন্তিত। প্রোগ্রামিং এর কথা মনে হলেই আপু কেমন যেন হয়ে যায়।
% কিরে ইমি, শরীর খারাপ নাকি ?
* না মামা, ঠিক আছি।
% তাহলে এমন দেখাচ্ছে কেন?
* কিছু না মামা, কিছু হয় নি।
# মামা, তুমি তো বলেছ আজ প্রোগ্রামিং শিখাবে তাই আপুর এই অবস্থা, প্রোগ্রামিং এর কথা শুনলেই আপুর অবস্থা খারাপ হয়ে যায়।
% ও এই কথা ?? আচ্ছা প্রোগ্রামিং পরে হবে, তাহলে গল্প করা যাক।
* ঠিক তো?
# না, মামার কোন ঠিক নাই।
* জানি আমি, এখন তুমি গল্প শুরু করবে ঠিকই, কিন্তু মাঝে মাঝে জ্ঞান দিবে। কিন্তু প্রোগ্রামিং এর কথা শুনলেই আমার কেমন যেন লাগে।
% হুম, বিপদ। আচ্ছা বলতো আমরা পুরনো বাংলা সিনেমাতে কি দেখি?
# মামা, হয় নায়ক গরীব থাকবে আর না হয় নায়িকা গরীব থাকবে। আর নায়িকার বাবা হল ভিলেন মানে খলনায়ক। তবে সিনেমার শেষে নায়ক-নায়িকার মিল হবে।
* কিন্তু মামা, সব সিনেমায় কিন্তু মিল হয় না। আবার কোন সিনেমায় দুই জনই গরীব থাকে, শেষে আবার ধনী হয়ে যায় আবার কোনটায় ধনী গরীবের মিল হয়।
# আচ্ছা আর কি কি হতে পারে ?
ঘটনা ১- নায়কএবংনায়িকা দুইজনই ধনী হয় তাহলে মিল হবে –
নায়ক ধনী(১)/ গরীব (০) | নায়িকা ধনী(১)/ গরীব (০) | সিনেমার শেষে মিল হবে (১) |
০ | ০ | ০ |
০ | ১ | ০ |
১ | ০ | ০ |
১ | ১ | ১ |
* না মামা, দুই জন ধনী হলে বিপদ। কারো সাথে কারো দেখা হবে না, ব্যস্ত থাকবে-
% তাহলে –
ঘটনা ২- নায়ক এবং নায়িকা দুইজনই ধনী হবে না, অন্য যে কোন কিছু হতে পারে। ঘটনা ১ এর বিপরীত, তাহলে –
নায়ক ধনী(১)/ গরীব (০) | নায়িকা ধনী(১)/ গরীব (০) | সিনেমার শেষে মিল হবে (১) |
০ | ০ | ১ |
০ | ১ | ১ |
১ | ০ | ১ |
১ | ১ | ০ |
* কিন্তু মামা, আমার মনে হয় দুই জন গরীব হলে আরও বিপদ। না খেতে পেয়ে মারা যাবে-
% হুম, কথায় যুক্তি আছে। তাহলে –
ঘটনা ৩- নায়ক অথবা নায়িকা দুইজনের এক জন যদি ধনী হয় তাহলে মিল হবে, আর দুই জনই যদি ধনী হয় তাহলে তো আরও ভাল।
নায়ক ধনী(১)/ গরীব (০) | নায়িকা ধনী(১)/ গরীব (০) | সিনেমার শেষে মিল হবে (১) |
০ | ০ | ০ |
০ | ১ | ১ |
১ | ০ | ১ |
১ | ১ | ১ |
* না মামা, মানতে পারলাম না। দুই জন গরীব হলেও মিল হয়, আর কেউ এক জন ধনী হলে মারামারি বেশি হয়। আমি দেখেছি সিনেমাতে-
% হতে পারে। তাহলে আমাদের –
ঘটনা ৪- নায়ক অথবা নায়িকা দুই জনের কেউ ধনী না হয় তাহলে মিল হবে –
নায়ক ধনী(১)/ গরীব (০) | নায়িকা ধনী(১)/ গরীব (০) | সিনেমার শেষে মিল হবে (১) |
০ | ০ | ১ |
০ | ১ | ০ |
১ | ০ | ০ |
১ | ১ | ০ |
# মামা, আমার মনে হয়, দুই জন গরীব বা দুইজনই ধনী হলে ঝামেলা। কেউ এক জন ধনী হলে ভাল হয়।
% তাহলে, একরকম হলে সমস্যা, তাই তো?
# জ্বী, মামা।
% তাহলে আমাদের-
ঘটনা ৫- নায়ক অথবা নায়িকা ভিন্ন (একজন ধনী হলে অন্যজনকে গরীব হতে হবে) হলে, মিল হবে –
নায়ক ধনী(১)/ গরীব (০) | নায়িকা ধনী(১)/ গরীব (০) | সিনেমার শেষে মিল হবে (১) |
০ | ০ | ০ |
০ | ১ | ১ |
১ | ০ | ১ |
১ | ১ | ০ |
* মামা, আমার মনে হয় এক রকম হলে ভালো হয়। তাহলে একে অন্যকে বুঝবে।
% তাও ঠিক-
ঘটনা ৬- নায়ক অথবা নায়িকা ভিন্ন না (একজন ধনী হলে অন্যজনকেও ধনী হতে হবে, আর গরীব হলে অন্যজনকেও গরীব হতে হবে) হলে, মিল হবে –
নায়ক ধনী(১)/ গরীব (০) | নায়িকা ধনী(১)/ গরীব (০) | সিনেমার শেষে মিল হবে (১) |
০ | ০ | ১ |
০ | ১ | ০ |
১ | ০ | ০ |
১ | ১ | ১ |
% আর কি হতে পারে?
* মামা, বন্ধুত্ব ত্রিভুজ প্রেম হতে পারে। এতে –
ঘটনা ৭- শুরতে যা মনে হয় শেষে তার উল্টা হয়। শুরুতে যার সাথে মিল দেখাবে শেষে সে মারা যাবে। আর যার সাথে মিল হবে, প্রথমে তাকে দেখতেই পারবে না।
শুরুতে মিল (১) | সিনেমার শেষে মিল হবে |
০ | ১ |
১ | ০ |
% আর কিছু ??
# না, আমার আর কিছু মাথায় আসছে না
* মামা, আমারও না ।
% তাহলে তো আমরা সিনেমা নিয়ে একটি গবেষণা করে ফেললাম। কত রকেমের বাংলা সিনেমা হতে পারে তার উপর। তোদের কি মনে হয়, এর মধ্যে কোনটি ভালো?
# মামা, কিভাবে কি বলব, ঘটানাগুলো নাম থাকলে সহজে বলতে পারতাম।
% ঠিক আছে তাহলে আমরা নাম দিয়ে দেই-
এরপর মামা স্কেচবুকে কাজ শুরু করে দিল। নাম গুলো খুব সুন্দর …
ঘটনা | নাম | নামের কারণ | মনে রাখার উপায় |
১ | AND | …এবং… | যদি বামের গুলো গুন করলে ১ পাই তাহলে মিল হবে (ডানে ১ হবে) |
২ | NAND | …এবং… না | ঘটনা ১ এর বিপরীত |
৩ | OR | …অথবা… | যদি বামের গুলো যোগ করলে ১ বা এর বেশি পাই তাহলে মিল হবে (ডানে ১ হবে) |
৪ | NOR | …অথবা… না | ঘটনা ৩ এর বিপরীত |
৫ | XOR | …অথবা … ভিন্ন | বিপরীত হলে মিল হবে (ডানে ১ হবে) |
৬ | XNOR | …অথবা…ভিন্ন না | একই রকম হলে মিল হবে (ডানে ১ হবে) |
৭ | NOT | উল্টা | হ্যা থাকলে না , না থাকলে হ্যা |
# কিন্তু মামা, এটা দেখে তো বুঝা যাচ্ছে না ।
% ঠিক আছে তাহলে সবগুলো এক সাথে করি-
ক | খ | ক AND খ | ক NAND খ | ক OR খ | ক NOR খ | ক XOR খ | ক XNOR খ | খ এর NOT |
০ | ০ | ০ | ১ | ০ | ১ | ০ | ১ | ১ |
০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ | ০ | ০ |
১ | ০ | ০ | ১ | ১ | ০ | ১ | ০ | ১ |
১ | ১ | ১ | ০ | ১ | ০ | ০ | ১ | ০ |
* হি হি মামা, নামগুলো কেমন চেনা চেনা লাগছে !! তুমি কি আমাদের এতক্ষন পড়ালে নাকি ???
% হা হা হা, না তো, সিনেমার গল্প করলাম। কেন গল্প ভালো লাগে নাই ??
* হি হি, ভালো লেগেছে। কিন্তু এই গবেষনার সাথে ঘটনা ৭এর অনেক মিল আছে। শুরুতে এক রকম আর শেষে আর এক রকম।
# মামা, আপু এইসব কি বলছে ??
% কিছু না, এখন বল কোন ধরনের সিনেমা তোর ভালো লাগে-
# মামা, আমার মনে হয়, XNOR ভাল, উল্টা পাল্টা হলেই ঝামেলা!
% হুম আর ইমি তোর।
* মামা, আমার তো এই সব সিনেমা ভালো লাগে না ।
% আচ্ছা, তাহলে কি ভালো লাগে ??
* সিনেমা খুব একটা দেখা হয় না, তবে বন্ধুদের সাথে ঘুরতে বের হই।
% চমৎকার। তোর কয়জন বন্ধু ??
* এমনি তো অনেক … , তবে কাছের বন্ধু তিন জন।
% তার মানে তুই সহ চার জন। বেশ ভাল, তো সবাই কি তোর মত ??
* আরে না, এক একটা এক এক রকম, এর মধ্যে লরিন অনেক কিপ্টা হি হি… , বাকি দুইটা মোটামোটি। তবে লামিয়া অনেক ভালো, দেখা হলেই সে আমাকে চকলেট দেয়। আর আমি খুব একটা খারাপ না, কেউ কিছু দিলে আমিও তাকে কলম দেই।
% হা হা তাই নাকি??? কত রকমের বন্ধু তোর!
* বন্ধুদের আবার রকম হয় নাকি ?
# হয় না আবার ! আমার ও অনেক রকমের বন্ধু আছে। চল মামা, আমরা বন্ধুদের নিয়ে একটা গবেষণা করে ফেলি।
% তাই নাকি ?? কি রকম গবেষণা?
# এই ধর সুবিধাভোগী, হিসাবী,অসামাজিক, দানশীল এই সব আর কি
% একটু বুঝিয়ে বল দেখি-
# মামা, এত সহজ ব্যাপার বুঝতে পারলেনা ? দেখ
এর পর আমি স্কেচবুকে একে দেখালাম
নাম্বার | বন্ধুত্ব | উপহার কি নেয়? | অন্যকে কি কিছু দেয়? |
১ | অসামাজিক | নেয় ও না | দেয় ও না |
২ | দানশীল | নেয় না | কিন্তু দেয় |
৩ | সুবিধাভোগী | নেয় | দেয় না |
৪ | হিসাবী | নেয় | এবং দেয় |
* মামা, বাদ দাও, আজ শুক্রবার চলে যাচ্ছে। আব্বু আসবে যে মনে আছে??? হাতে সময় আছে আর মাত্র ২ দিন।
# কিন্তু মামা, কাল তো শনিবার!
% হা হা মনে আছে আমার, তাহলে তো আমাদের হাতে সময় মাত্র এক দিন।
* মামা, কি হবে আমার ??? এখনও কিছু শুরুই করলাম না। আমি শেষ! আমাকে দিয়ে প্রোগ্রামিং হবে না।
% ও তাই নাকি ??? তাহলে তো কিছু একটা করতে হয়… আচ্ছা, তোকে একটা কাজ দিয়েছিলাম।
* জ্বী, মনে আছে। গত কয়েক দিন আমরা কি কি করেছি তা জিজ্ঞাস করবি।
% মনে আছে সব ??
* মনে আছে, সব লিখে রেখেছি।
% বল দেখি-
* মুখস্ত বলতে হবে ???
% আরে না, তুই দেখে দেখেই বল।
এরপর আপু তার মোবাইল থেকে লিস্ট বের করে এক এক করে সব বলতে লাগলো।
* মামা, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি, এর মাঝে আবার কিছু পড়াশুনাও করেছি। আমার এখানে যা আছে তা আমি বলে যাচ্ছি। আর ইমু আমাকে অনেক সাহায্য করেছে এই তালিকা তৈরি করার সময়। আর আমাদের যদি কোন ভুল থাকে তাহলে ঠিক করে দিও।
% ঠিক আছে, এখন শুরু কর।
* বুধবার থেকে শুরু করলাম –
% দাঁড়া দেখি তোর তালিকা, চমৎকার। তুই দেখি অনেক বুদ্ধিমান। অনেক সুন্দর করে তৈরি করেছিস। কিছু কিছু বাদ আছে, তবে অনেক কিছুই লিখেছিস। হা হা হা…। এক কাজ কর, যে জায়গাগুলো এখনো ফাঁকা আছে, আমি বলছি তুই লিখে ফেল।
* হি হি, আগে তো ক্লাসে পড়িয়েছে, তখন ভালো করে বুঝতে পারি নাই। কিন্তু তোমার গল্প, কাজ কর্ম প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। তুমি কখনও সময় নষ্ট কর না। কিন্তু এবার একটু অন্যরকম মনে হচ্ছিল। তাই একটু খেয়াল করতেই আমি তো অবাক। সব কিছুই কেমন করে যেন পড়াশুনার সাথে মিলে যাচ্ছে।
% হায় হায় ধরা পরে গেলাম !!!
# মামা, আমার মনে হয় আপুর পড়াশুনা বাদ দিয়ে গোয়েন্দা হওয়া উচিত।
% হা হা, ঠিক।
* মামা, তুমিও!!
% আরে ধুর, এমনি মজা করছিলাম। চল কাজ শুরু করি।
* আচ্ছা, কিন্তু মামা, এখান থেকে তো আমি শুধু কিছু ধারনা পেয়েছি। প্রোগ্রামিং তো কিছুই করা হল না।
% আমি তো আছি না কি ?? এত ভয় কিসের?
* তুমিই আমার শেষ ভরসা।
# হি হি, মামা আমারও শেষ ভরসা।
% হুম, সব ভরাসা শেষ হয়ে যাবে যদি এই দুই দিনে কিছু শিখা না হয়।
* মামা, বুধবারে আমরা—