আমাদের রাহুল মামা – ১

আজ মামা আসবে। সন্ধ্যা ৬ টায় খেলা শুরু হবার কথা আর মামা আসবে বিকাল ৪ টার দিকে। গত দুইদিনে অনেক কষ্টে বের করেছি মামা কেন আমাদের বাসায় থাকবে? এমনিতে মামা একদমই থাকতে চায় না আর এখন পুরো ৭ দিন থাকবে।    

আসল ব্যাপার হল, আম্মু মামাকে আসতে বলেছে। ইমি আপু প্রোগ্রামিং অনেক ভয় পায়। কিন্তু সামনে ইমি আপুর পরীক্ষা আছে। মামা আসবে ইমি আপুকে প্রোগ্রামিং শেখাতে। এমনিতে সুযোগ পেলে মামা আমাদের দুজনকে অনেক জ্ঞান দেয় কিন্তু এভাবে প্ল্যান করে সাত দিনের জন্য এবারই প্রথম। আমার প্রোগ্রামিং অনেক ভালো লাগে। দেখি আমিও আপুর সাথে সাথে কিছু শিখতে পারি কিনা।

জীবনে অনেকের মামাকে তো দেখলাম কিন্তু এই শিক্ষক মামা যে কেমন হবে সেটা বুঝতে পারছি না। মামা কি সারাদিনই আমাদের পড়াবে নাকি পড়া দিয়ে দিয়ে আম্মুর সাথে গল্প করবে, কিছুই মাথায় আসছে না। যাইহোক, মামা তো আর আমাকে পড়াতে আসবে না, এতো চিন্তা করে কোন লাভ নাই। আজ ভারতের সাথে আমাদের ফাইনাল খেলা। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে এসেছে। আগে ভারত বনাম পাকিস্তানের খেলা খুব উত্তেজনামূলক হলেও এ পর্যন্ত পাকিস্তান একবারও জিততে পারে নি। অন্যদিকে বাংলাদেশের সাথে হেরে ৩ বার বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ভারত। এখন বাংলাদেশ বনাম ভারতের খেলা খুব উত্তেজনামূলক হয়। এছাড়া গত বছরের এশিয়াকাপের ফাইনালেও ভারত বাংলাদেশের কাছে হেরেছে।

বিকালে আমরা সবাই মামার জন্য অপেক্ষা করছি। বিশেষ করে ইমি আপু ! ইমি আপুকে দেখে কেমন যেন মনে হচ্ছে। ভয়, খুশি, অপেক্ষা, বাংলাদেশের খেলা আর প্রোগ্রামিং এর ভূতের ভয় সবই আপুর চেহারায় ফুটে উঠেছে। বিকাল ৪ টার একটু পরই মামা চলে এল। মামা খুব ক্লান্ত। দেখে মনে হচ্ছে অনেকদিন ঠিক মত ঘুমায় না। আমাদের সাথে অল্প কথা বলে মামা তার জন্য ঠিক করা রুমে চলে গেল। আমার কি করা উচিত ভেবে পাচ্ছি না।

প্রায় এক ঘণ্টা পর মামা ফ্রেশ হয়ে রুম থেকে বের হল। এখন দেখে ভাল লাগছে কিন্তু চোখে এখনও ঘুম ঘুম ভাব টা আছে ।

# মামা, কতোদিন হল ঘুমাও না ?

% গতকাল থেকে। আমাদের ঐখানের সময়ের সাথে বাংলাদেশের পার্থক্য তেরো ঘন্টা। এন্টার্কটিকা তো মহাদেশ, আমি যেখানে ছিলাম তাদের সময় -৭ জিএমটি আর বাংলাদেশের +৬ জিএমটি। বাংলাদেশ সময় রাত এগারটায় রওয়ানা দেই কিন্তু তখন ঐখানে ছিল দুপুর ১২ টা। তার মানে হল গতকাল দুপুর থেকে ঘুমাই না, প্লেনে ছিলাম ১৪ ঘন্টা। এন্টার্কটিকার হিসাবে এখন সময় ভোর ৬ টা যদিও এখানে বিকাল ৫টা বাজে। চোখে প্রচুর ঘুম কিন্তু ঘুমানো যাবে না। প্রথমবারের মত বাংলাদেশ ওয়ার্ল্ডকাপ ফাইনাল খেলছে, এটা কি মিস করা যায়?

# মামা, সময়ের এত ঝামেলা কেন ?

% কে বলেছে ঝামেলা, বলতো কখন দুপুর ১২ টা ??

এত সহজ প্রশ্ন, নিশয়ই কোন ঝামেলা আছে। তাই একটু মাথা খাটিয়ে উত্তর দিলাম-

# যখন ঘড়িতে ১২ টা বাজবে আর সেটা হতে হবে দিনের বেলা ।

% হা হা হা, যদি হাতে ঘড়ি না থাকে ?

# তাহলে যখন সূর্য ঠিক আমাদের মাথার উপর থাকবে, আমাদের ছায়া খুব ছোট হবে তখন দুপুর ১২ টা।

% সাবাস, তুই তো অনেক কিছু জানিস। কিন্তু পৃথিবীর সব জায়গায় কি সূর্য একই সময় মাথার উপর থাকে ??

# না তা কি করে সম্ভব? পৃথিবী যে গোল, সূর্যের চারদিকে ঘুরে, একপাশে দিন হলে আরেকপাশে রাত হয় এই পরীক্ষা আমি নিজেও করেছি।

% তাহলে তো এটা ঠিক যে, আমাদের এখানে ১২ টা আর ভারতের দুপুর ১২ টা এক সময়ে হবে না। আমাদের থেকে তারা ৩০ মিনিট পিঁছিয়ে। আর এভাবে এক দেশ আরেক দেশ  থেকে কতটুকু সময় এগিয়ে বা পিছিয়ে সেটা ঠিক করার জন্য-

একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে হিসাব করা হয়। আর তা হল লন্ডনের গ্রীনিচ এলাকায় স্থানীয় সময়, সৌরসময় নির্ধারণে গ্রীনিচ মান সময়ের উৎপত্তি যা পরবর্তীতে ধীরে ধীরে বৈশ্বিক আদর্শ সময়ে রূপান্তরিত হয়। জিএমটি বা গ্রীনিচ মান সময় (ইংরেজি: Greenwich Mean Time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। এটা সার্বজনীন সমন্বিত সময় (ইংরেজি: Universal Coordinated Time (UTC)) ইউটিসি’র সাথে এটি সামঞ্জস্যপূর্ণ হলেও উভয়ের মধ্যে খুবই অল্প পার্থক্য বিরাজমান।

# তার মানে হল আমাদের এখানে দুপুর ১২ টা মানে লন্ডনে সকাল ৬ টা আর এন্টার্কটিকাতে তুমি যেখানে ছিলে সেখানে রাত ১১ টা ।

% ঠিক তাই। আবার বাংলাদেশের সব জায়গায় কিন্তু এক সময় না, এটা আমরা বুঝতে পারি রমজানের সময়। ১০ টি বিভাগীয় শহরে (ঢাকা, রাজশাহী, রংপুর, যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম )[1] আলাদা আলাদা সময়ে ইফতার করা হয়।

আর এখন যে আমি ক্লান্ত এটাকে বলে জেট ল্যাগ।

লম্বা ভ্রমণে টাইম জোন (time zone) বদলানোর ফলে শারীরিক কার্যক্রমের ছন্দ নষ্ট হয়। ফলে ক্ষুধা, ঘুম, হরমোন নিঃসরণ ইত্যাদি ব্যাহত হয়। সাধারণত জেট লেগ কাটিয়ে উঠতে কয়েকদিন লাগে ।

কিন্তু আশা করি আমার এত সময় লাগবে না। আর কয়টা বাজে ? খেলা শুরু হবে কখন?

# মামা, ছয়টা থেকে খেলা শুরু। চল ড্রয়িং রুমে যাই।

ড্রয়িং রুমে গিয়ে দেখি আপু আর আম্মু আমাদের জন্য অপেক্ষা করছে । টস হয়ে গেছে । বাংলাদেশ টসে জিতেও বোলিং নিয়েছে।

~ মনে হয় না জিতবে। টসে জিতে সেটা আবার দিয়ে দিয়েছে, এমন ভুল কী কেউ করে?

# আরে আপু, তুমি এসব বুঝবে না। এটা বোলিং পিচ, ঘাস আছে বল ঘুরবে। আর যদি আমরা কম রানে সবগুলোকে আউট করে ফেলতে পারি তাহলে নিশ্চিন্তে ব্যাটিং করব।

* কথা শুনে তো মনে হচ্ছে তুই খেলবি? গতকাল ও তো আমার কাছে হারলি!

# আরে কোথায় কি ? গেমজোনের খেলা আর ওয়ার্ল্ডকাপের খেলা।

% থাম তোরা, খেলা দেখ আর দোয়া কর। আজ যদি বংলাদেশ জয়ী হয় তাহলে তোদেরকে আমি রিপুতে ৫০ পয়েন্ট করে দিব।

এমনি ভারতের ব্যাটিং খুব ভালো, ৩৫০ ও হতে পারে আজ। আমরা খেলা দেখছি আর আম্মু আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছে।

# মামা, আমি যদি বল করতাম ড্রপ না দিয়ে গড়িয়ে বল করতাম তাহলে আর কেউ ছয় মারতে পারতো না আর ব্যাটিং করলে ১০ ইঞ্চি ব্যাট নিয়ে যেতাম কেউ আমাকে আউট করতে পারত না – হি হি হি। 

% কি, নিজেকে খুব চালাক মনে হচ্ছে না ?? আর এখন যারা খেলে তারা বোকা ??

# বোকা হতে যাবো কেন ??

% এই ১০ ইঞ্চি ব্যাট ব্যবহার করে না, তো বোকা না ?

# তা জানি না, মনে হয় ভারী হবে তাই নেয় না ।

% না, কেউ চাইলেই যা খুশি করতে পারে না। তোর মত চালাকের কথা মাথায় নিয়েই অনেক নিয়ম করা হয়েছে। আর সেই অনুযায়ী সবাই খেলে। আর মজার ব্যাপার হল, ক্রিকেটের সবকিছু আই সি সি দেখভাল করলেও নিয়মকানুন কিন্তু দেখে এম সি। নতুন কোন নিয়ম আসলেও তারা সেটা যাচাই করে পাশ করে দিলে আই সি সি সেটা ব্যবহার করে। আর এই ক্রিকেটের উৎপত্তি ইংল্যান্ডে হলেও তারা কিন্তু অনেক পরে ওয়ার্ল্ডকাপ জিতেছে।

আমরা কথা বলতে বলতে খেলা চলছে। বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না, ভারত ৭ ওভারে ৫০ করে ফেলেছে বিনা উইকেটে।

* মামা, আমার মনে হয় ইমু নতুন এক খেলা আবিষ্কার করবে। যে বল গড়িয়ে করা হবে আর ১০ ইঞ্চি ব্যাট দিয়ে খেলা হবে। আর ব্যাটে বল লাগলে আউট । হি হি হি…।

সুযোগ পেলেই আপু আমাকে পঁচাতে একদম ভুলে না। এই খেলার কথা যে আরও কতদিন শুনতে হবে কে জানে। কথা বলতে বলতেই ১০ ওভার ৭২ রানের মাথায় ভারতের প্রথম উইকেটের পতন।  মামার কোন সাড়া শব্দ না পেয়ে তাকিয়ে দেখি মামা ঘুমিয়ে পড়েছে। অনেক ক্লান্ত ছিল তাই আম্মু মামাকে ডাকতে মানা করল। ৩০ অভার পর্যন্ত ভারত ভালোই খেলছিল কিন্তু শান্ত পর পর ৩ উইকেট নিয়েছে। এখন বাংলাদেশের অবস্থা তুলনামূলক ভাল।

১০ উইকেট হারিয়ে ৪৭.৪ ওভারে ভারতের সংগ্রহ ২৬৩। বাংলাদেশের টার্গেট ২৬৪। সবাই মোটামোটি ভালো খেলেছে এখন বাকিটা ব্যাটসম্যানদের হাতে। আম্মু রাতের খাবারের জন্য আমাদেরকে ডাকছে।

~ এই ইমু তোর মামাকে ডাক আর সবাই খেতে চলে আয়।

* আম্মু, খেলা শেষ করে খাই?

# জ্বী আম্মু, মামা আরো একটু ঘুমাক।

* না, এই বিরতির সময়ই খেয়ে ফেল। রাতের খাবার দেরী করে খাওয়া ঠিক না। খেয়ে ২ ঘন্টা পর ঘুমাতে হয়। দেরী না করে তাড়াতাড়ি খেয়ে নে, খেলা শুরু হয়ে যাবে।

বুঝলাম কথা বাড়িয়ে কোন লাভ নাই । মামাকে ডাকলাম –

# মামা, উঠো। আম্মু ডাকছে, তাড়াতাড়ি খেতে হবে খেলা শুরু হয়ে যাবে।

% কি রে কি হল? কয়টা বাজে ? খেলা না শুরু হয়ে গেছে ? আবার কোন খেলা শুরু হবে?

# হা হা , মামা, খেলার বিরতি চলছে। একটু পর বাংলাদেশের ব্যাটিং শুরু হবে। আর এখন ৯ টা ১০, হাতে ২০ মিনিট সময় আছে ।

% খেলার কি খবর ?

# বাংলাদেশ শেষের দিকে ভালোই খেলেছে। ভারত ২৬৩ তে অলআউট।

% হুম খারাপ না। চল খেয়ে নেই। অনেক দিন হল ভালো কিছু খাই না ।

# মামা, কথাটি ঠিক না। ভালো খেয়েছো কিন্তু খাবারগুলো খেয়ে তুমি অভ্যস্থ নও তাই ভালো লাগে নি।

% হতে পারে। সিদ্ধ/আধা পোড়া খাবার তোকে খেয়ে দেখতে হবে সেগুলো কত মজার। চল এখন খেতে যাই-


[1] কাল্পনিক

আরো গল্প

Leave a Reply

Your email address will not be published.