শিক্ষক মামা

শিক্ষক মামা – ১

মামার সাথে আবার দেখা হবে ঠিক ৭ টার সময় মামার ঘরে। আমি আর আপু এক সাথে মামার ঘরে হাজির হলাম, আপু একটু চিন্তিত। প্রোগ্রামিং এর কথা মনে হলেই আপু কেমন যেন হয়ে যায়।  % কিরে ইমি, শরীর খারাপ নাকি ? * না মামা, ঠিক আছি। % তাহলে এমন দেখাচ্ছে কেন? * কিছু না মামা, কিছু…

শিক্ষক মামা

শিক্ষক মামা – ২

এরপর আপু আর মামা মিলে একটা লিস্ট তৈরি করে ফেলল, কোন দিন আমরা কি করেছি। মজার ব্যাপার হল এর সবই নাকি প্রোগ্রামিং এর সাথে মিলে। যাই হোক আপুকে অনেক খুশি খুশি লাগছে-  দিন বিষয় পড়াশোনার সাথে সম্পর্ক ব্যাখা বুধবার দোভাষী কম্পাইলার ১. আমরাযেটাবলব, সেটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দিবে ২. মানুষের সাথে কথা বলতে হলে…

শিক্ষক মামা

শিক্ষক মামা -৩

আপুর কথা শুনে প্রোগ্রামিং অনেক কঠিন মনে হলেও এখন অনেক সহজ মনে হচ্ছে। তবে মামার একটু পর পর বিশ্রাম নেয়ার কথাটা আমার খুব ভালো লেগেছে। এমনি ঘোরাঘোরি করতে করতে ১০ মিনিট কেটে গেল। আমি মামার ঘরে যাবার সময় আপুকে সাথে করে নিয়ে গেলাম। # আপু,প্রোগ্রামিং তো অনেক সহজ, তুমি এত ভয় পাওয় কেন? * জানি…

শিক্ষক মামা

শিক্ষক মামা – ৪

১০ টার দিকে মামার ঘরে চলে গেলাম। মামা কি নিয়ে যেন অনেক পড়াশোনা করে। আমাকে দেখেই ভিতরে যেতে ডাকলো- % কি ১০ টা বেজে গেছে? আয় ভিতরে আয়। # জ্বী মামা, ঠিক ১০টা বাজে। % হুম, তো ঘটনাটা কি ? # মামা, ঘটনা হল তুহিন- % হা হা হা আবার কি করেছে? # তুমি তো…

শিক্ষক মামা

শিক্ষক মামা – ৫

আমি আর আপু মামার ঘরে গিয়ে দেখি, মামার অবস্থা বেশি ভালো না।মামাকে দেখে আমার খুব মায়া হচ্ছিল। কিন্তু আপুর সেই দিকে কোন খেয়ালই নাই।  আপুর মাথায় শুধু প্রোগ্রামিং – * মামা, এখন তো বিশ্রাম নেয়ার সময় না। মনে আছে তো আজই আমাদেরকে প্রোগ্রামিং শেখা শেষ করতে হবে- % হুম, তা আর ভুলার সময় দিলি কই…

শিক্ষক মামা

শিক্ষক মামা – ৬

* মামা, আমার মনে হয় লুপ পারব, এখন বাকি- Function, Array, আর  String। এত কিছু, মামা আমার কি হবে ?? % কি আর হবে, ফেল করলে বিয়ে দিয়ে দিব! * মামা, তুমিও !! % আরে এটা তো এমনি মজা করলাম। চিন্তা করিস না, আজই সব শেষ হয়ে যাবে। * তুমিই ভরসা, এখনও হাতে ২ ঘন্টার…

শিক্ষক মামা

শিক্ষক মামা – ৭

% হবে, তবে আমার মনে হয় String  নিয়ে হালকা ধারনা দিলেই তুই পারবি । আর যদিও এখন অনেক রাত হয়ে গেছে তারপরও আজই শেষ করে দেই। এরপর যদি কোন সমস্যা থাকে তুই কাল আমাকে জানাতে পারবি। আর তুই তো জানিসই কাল আমার আর ইমুর একটু কাজ আছে ।  আর বেশি সময়ও লাগবে না,  Array  এর…