সাইবার সিকিউরিটি – ৫
আমার কথা শেষ হতেই মামা যেন হাফ ছেড়ে বাঁচলেন৷ এতক্ষণ মনে হয় দম বন্ধ করে ছিলেন। % কিরে? তোর না পাঁচ মিনিটের ভিডিও? # কেন মামা, পাঁচ মিনিট হয় নাই? আবার দিতে হবে ? % না না আর দিতে হবে না। পাঁচ মিনিট তো অনেক আগেই হয়েছে। এখন মনে হয় কাঁটতে হবে। # না কাঁটতে…